Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে দুপচাঁচিয়া

 

কালের স্বাক্ষী বহনকারী নাগর তীরে গড়ে  উঠা দুপচাঁচিয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো দুপচাঁচিয়া ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ দুপচাঁচিয়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম – ৩নং দুপচাঁচিয়া ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ২৬.৯১(বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ১৯,৯৩১ জন (পুরুষ-৯,৯৮৫ জন, মহিলা-৯৯৪৬জন (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ১৯ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৫ টি।

চ) হাট/বাজার সংখ্যা -২ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ১টি,

    মাদ্রাসা- ২টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব হাজী এম এ রশিদ

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৬/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং

ঢ) গ্রাম সমূহের নাম ও জনসংখ্যা –

       খোলাশ-১৯০৯জন, বড়ধাপ-৩১৮৯জন, নিমাইকোলা-২৩০জন, যোগীপোতা-২৯১জন, কনকাই-৩৬৮জন, ভাটাহার-৪৫৩জন, "                        
        "খানাবাড়ী-৮৯৫জন, বড়বাড়িয়া-১৫৩জন, তরফদারপাড়া-২৮১জন, ইসলামপুর-১৮১৮জন, মাটিহাঁস-৪৫৯জন, কুশ্বহর-৪৮৯জন"                        
        "তেতুঁলিয়া-১৪৫৫জন, করমজী-৬৪০জন, কামারগ্রাম-১৪৩১জন, ছাতিয়াগাড়ি-৯৩৭জন, কাঁটাগাড়ি-৩০৮জন, বহরমকুড়ি-১৮৬জন"                        
        "হাটসাজাপুর-১৭০১জন, তারাজুন-১৩৪৪জন, সুখানগাড়ী-৭৩৮জন, ডাকাহার-১৯৮৬জন, মাসিন্দা-১১৩৭জন, বেলভূজা-৩২৬জন"                        
        "পূব আলোহালী-৮৬০জন, পশ্চিম আলোহালী-৬৫২জন"


ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।